ইসরায়েলের সঙ্গে গুগলের চুক্তি, প্রতিবাদ করায় চাকরি গেলো ২৮ কর্মীর

Apr 19, 2024
আন্তজার্তিক
ইসরায়েলের সঙ্গে গুগলের চুক্তি, প্রতিবাদ করায় চাকরি গেলো ২৮ কর্মীর

প্রজেক্ট নিম্বাস’ নামে এ প্রজেক্ট হচ্ছে গুগল ও অ্যামাজনের সঙ্গে ইসরায়েল সরকারের ১২০ কোটি ডলারের বিতর্কিত একটি চুক্তি, যার মাধ্যমে ইসরায়েলি সামরিক বাহিনী ও সরকারি বিভিন্ন দফতরকে ক্লাউড পরিষেবাসহ উন্নত প্রযুক্তি সরবরাহ করবে প্রতিষ্ঠান দুটি।

এর আগে মঙ্গলবার প্রতিবাদে নিউইয়র্কে প্রযুক্তি প্রতিষ্ঠানটির হেডকোয়ার্টারের সামনে ফিলিস্তিনপন্থী কর্মীরা অবস্থান নিয়েছিল। পরে সন্ধ্যায় নিউইয়র্ক সিটি ও সানিভেলে গুগল কোম্পানির অফিসে বেশ কয়েকজন কর্মীকে আটক করে পুলিশ।

এর আগে, গুগলের ক্যালিফোর্নিয়া অফিসে নিজেদেরই এক কর্মীকে পুলিশের কাছে তুলে দেয় গুগল কর্তৃপক্ষ। অফিস কক্ষের ভেতর ইসরায়েলের সঙ্গে চুক্তির প্রতিবাদে শান্তিপূর্ণ অবস্থান নিয়েছিলেন তিনি।


সূত্র : দৈনিক ইতেফাক


All categories
Flash Sale
Todays Deal